Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশনঃ দেশের পানি সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন সাধন। বন্যা, খরা, জলাবদ্ধতা, আন্তর্জাতিক নদী প্রবাহ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য, বন ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন সাধন করা। আর্থিক সক্ষমতা, সামাজিক ন্যায় বিচার জেন্ডারের ন্যায্যতা এবং পরিবেশ সচেতনতা নিশ্চিত করার মাধ্যমে দেশের মানুষের জ্ঞান ও সামর্থ্য বৃদ্ধি করা যাতে জনগণের ব্যাপক অংশগ্রহনের মাধ্যমে তারা নিজেরাই সুষ্ঠু ব্যবহারের লক্ষে পানিসম্পদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা করতে পারে।

মিশনঃ জাতীয় পানি নীতি, জাতীয় পানি মহাপরিকল্পনা, অংশগ্রহনমূলক পানি ব্যবস্থাপনা গাইডলাইন এবং বাপাউবো আইন অনুসারে দেশের পানি সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা উন্নয়ন। মাঝারী এবং বড় (১০০১ হেঃ বা তদুর্ধ) প্রকল্প সমূহে স্থানীয় সংগঠনের সমন্বয়ে যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে –

ক) সমাজের সকল স্থর, শ্রেণী ও পেশার লোকজনের অংশগ্রহন ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা;

খ) স্বচ্ছতা, জবাবদিহীতা এবং আইনের পূর্ন বাস্তবায়নের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা;

গ) সকল শ্রেণী ও পেশা বিশেষত দরিদ্র জনগণের জন্য কার্যকর ও দক্ষ সেবা প্রদান;

ঘ) দারিদ্র হ্রাস;

ঙ) খাদ্য নিরাপত্তা প্রদান;

চ) প্রাকৃতিক পরিবেশের ভারসম্য রক্ষা;

ছ) পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন কৌশল অনুসরণ।