বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্যা, খরা, জলাবদ্ধতা, আন্তর্জাতিক নদী প্রবাহ, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন জনিত বিরুপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক পরিবেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, মৎস্য, বন প্রভৃতি ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সরকারের একটি বিশেষায়িত সংস্থা। ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (ইপিওয়াপদা) গঠণের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে পানি অংশ একই লক্ষ নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সম্পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। পানি উন্নয়ন বোর্ড-এর বর্তমান লক্ষ হচ্ছে আর্থিক সক্ষমতা, সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সচেতনতা নিশ্চিত করার মাধ্যমে দেশের মানুষের জ্ঞান ও সামর্থ্য বৃদ্ধি করা যাতে জনগণের ব্যাপক অংশ গ্রহনের মাধ্যমে তারা নিজেরাই সুষ্ঠু ব্যবহারের লক্ষে পানি সম্পদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা করতে পারেন। বাংলাদেশের একটি পুরাতন ও বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে জিকে(গঙ্গা-কপোতাক্ষ) সেচ প্রকল্প। জিকে সেচ প্রকল্পের অবস্থান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলায়। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বিভাগ জিকে সেচ প্রকল্পের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সেচ খাল এবং অন্যান্য সেচ কাঠামোর পরিচালনা ও রক্ষনাবেক্ষণসহ পানি সম্পদের সুষ্ঠ ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস